মাদকদ্রব্য সংক্রান্ত বিভিন্ন অভিযোগ গ্রহণ, মামলা দায়ের। এ বিষয়ে সহকারী পরিচালক/পরিদর্শক বরাবরে আবেদন করতে হবে। মাদকদ্রব্য সংশ্লিষ্ট বিভিন্ন লাইসেন্সের তদন্ত প্রতিবেদন সম্পন্ন করা হয়। শুধুমাত্র ডিনেচার্ড স্পিরিট এর লাইসেন্সের জন্য ‘সহকারী পরিচালক’ বরাবর আবেদন করতে হয় এবং তা সহকারী পরিচালক নিষ্পত্তি করে থাকেন।অন্যান্য লাইসেন্সের যেমন-দেশী মদের লাইসেন্স, বিলাতী মদের লাইসেন্স, বিলাতী মদের ক্লাব-বার লাইসেন্স, বিলাতী মদের রেস্টুরেন্ট এন্ড বার লাইসেন্স, বিলাতী মদের বার,মাদকদ্রব্য কাঁচামাল প্রিকারসর ও ঔষধ আমদানি/রপ্তানি লাইসেন্স, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ লাইসেন্স, প্রিকারসর খুচরা বিক্রয়ের লাইসেন্স, প্রিকারসর ব্যবহারের পারমিট, ডিডি পজেশন, ডিডি খুচরা বিক্রয়ের লাইসেন্স, রেক্টিফাইড স্পিরিট লাইসেন্স এর আবেদন মহাপরিচালক বরাবরে করতে হয়। তাছাড়া মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, ৪৪১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ( ফোন ৮৮৭০৬২০) বরাবরে যোগাযোগ করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস